দেশে ফের করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের বিস্তার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবু জাফর এক সংবাদ সম্মেলনে বলেন, রাজনৈতিক দলগুলোকে সভা ও সমাবেশ এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে। একইভাবে সাধারণ মানুষকেও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
ডা. আবু জাফর সতর্ক করে বলেন, করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পেতে পারে, তাই সবাইকে সাবধান থাকতে হবে। তিনি পুরনো অভ্যাসগুলো— যেমন মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া, এইচএসসি পরীক্ষার বিষয়ে স্বাস্থ্য অধিদফতর শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
ডা. আবু জাফর বলেন, করোনার টিকাদান কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং বিশেষ করে ১৮ বছরের উপরের নাগরিকদের, অন্তঃসত্ত্বা নারী, ষাটোর্ধ্ব ব্যক্তিরা ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম— তাদের দ্রুত বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন টিকাকেন্দ্রে এই বুস্টার ডোজ নেয়া যাবে এবং সরকারের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, প্রয়োজনে নতুন নির্দেশনা প্রদান করা হবে।
আরও পড়ুন:: করোনার নতুন ধরনের সংক্রমণ, জরুরি প্রয়োজনে ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ