ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের পর মাত্র পাঁচ মিনিটের মধ্যে শহরের মেঘানি এলাকার একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি দুই শিশুসহ ২৩২ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদেনে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। উড্ডয়ন করে দুপুর ১টা ৩৮ মিনিটে। বিমানটির উড্ডয়নের পরপরই বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলটরা জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে, সে প্রচেষ্টা ব্যর্থ হলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর এখনও হতাহতদের সংখ্যা নিশ্চিত করা যায়নি। যেই বাড়ির ওপর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে সেখানে কেউ হতাহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
উড়োজাহাজটির প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবহারওয়াল এবং সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্ডার। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিচে নামার সময় দুর্ঘটনার কবলে পড়ে।
জানা গেছে, বিধ্বস্ত ফ্লাইট এআই১৭১টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের ছিল। এই উড়োজাহাজটি ৩০০ যাত্রী পরিবহন করতে সক্ষম।
দুর্ঘটনার পর আহমেদাবাদ বিমানবন্দর বন্ধ করা হয়েছে এবং সমস্ত ফ্লাইটের চলাচল স্থগিত রাখা হয়েছে।
আরও পড়ুন:: বিশ্বনাথে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু