বিশ্বনাথে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে আরমান হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) দুপুর ২টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। আরমান ওই গ্রামের নুর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মায়ের সামনেই বাড়ির উঠোনে খেলাধুলা করছিলেন আরমান। তাকে খেলাধুলায় রেখে রান্নাঘরে চলে যান মা তাহমিনা বেগম। সেখানে কাজ শেষ করে ফের উঠোনে গিয়ে আরমানকে দেখতে না পেয়ে আশপাশে তার খোঁজ করেন তিনি। এক পর্যায়ে তাদের প্রতিবেশীর বাড়ির পুকুরে আরমানকে ভাসমান অবস্থায় তিনি দেখতে পান। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) অনিক বড়ুয়া বলেন, ‘শিশুটির নিথর দেহ আমরা পরখ করেছি। কথা হয়েছে ডাক্তারের সাথে। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় কারো উপর শিশুটির পরিবারের কোনো সন্দেহ না থাকায় ময়নাতদন্তে ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪