সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘উপজেলা ও পৌর’ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে পৌর শহরের নতুন বাজার এলাকার একটি কমিনিউটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামের নায়েবে আমীর, এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মতিউর রহমান ও পৌর জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জাহেদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামী’র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মজলিসের শুরা সদস্য আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পৌরসভা ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, এবং স্বাগত বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামী’র আমীর এইচ এম আক্তার ফারুক।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, আব্দুল মুকসিদ আক্তার, বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফিজ মোহাম্মদ আলী, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু, পৌর জামায়াতে ইসলামী’র উলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিবুর রহমান।
এসময় জামায়াতে ইসলামী’র উপজেলা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।