বিশ্বনাথের মেয়ে, চেস্টার সিটির কাউন্সিলর শিরিন আক্তারকে ইংল্যান্ডের প্রথম বাংলাদেশী মহিলা লর্ড মেয়র হিসেবে নিযুক্ত হওয়ায় বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে এক অভিনন্দন বার্তায় জানানো হয়, বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের প্রবাসী শাহ হুসিয়ার আলীর কন্যা শিরিন আক্তার ইংল্যান্ডের চেস্টার সিটির প্রথম মুসলিম লর্ড মেয়র হিসেবে নিযুক্ত হয়ে যে ইতিহাস সৃষ্টি করেছেন, তার জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। প্রায় ৮ শত বছরের নাগরিক ঐতিহ্যের অধিকারী চেস্টার সিটির এই মর্যাদাপূর্ণ পদে শিরিন আক্তারের নিযুক্তি বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন।
বিশ্বনাথের এই মেয়ে যে অনন্য উচ্চতায় পৌঁছেছেন, তার ফলে শুধু বিশ্বনাথবাসী নয়, পুরো বাংলাদেশও গর্বিত। শিরিন আক্তারের এই সাফল্য বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরো উজ্জ্বল করেছে। তার সাফল্য বাংলাদেশের প্রবাসী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আরও নতুন সাফল্যের দরজা খুলে দিবে এ বিশ্বাস বিশ্বনাথ প্রেসক্লাবের।
বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ নব নিযুক্ত লর্ড মেয়র কাউন্সিলর শিরিন আক্তারের ভবিষ্যত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো ব্যক্তিরা হলেন, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রহমত আলী, প্রতিষ্ঠাতা সদস্য তাপশ দাস পুরকায়স্থ, আ.ফ.ম সাঈদ, মুহাম্মদ ইমাদ উদ্দিন, আ.স মাখন, ডাঃ বদরুল ইসলাম, সফিক উদ্দিন স্বপন, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, কাজী মোঃ জামাল উদ্দিন, জাকির হোসেন কয়েছ, তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রণন্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, বর্তমান কোষাধ্যক্ষ মোঃ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ শহীদুর রহমান, অসিত রন্জণ দেব, বর্তমান সদস্য মোঃ নুর উদ্দিন, মোঃ আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরণ, মোঃ সফিকুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ এবং মাজহারুল ইসলাম সাব্বির।
আরও পড়ুন:: ইংল্যান্ডে ১ম বাংলাদেশী মহিলা লর্ড মেয়র হলেন বিশ্বনাথের মেয়ে শিরিন।