ওসমানীনগরের শিক্ষা কর্মকর্তার আকস্মিক মৃত্যু

Ayas-ali-Advertise
ওসমানীনগরের শিক্ষা কর্মকর্তার আকস্মিক মৃত্যু
মরহুম শিক্ষা কর্মকর্তা মোঃ হাদিউল ইসলাম।
ওসমানীনগরের শিক্ষা কর্মকর্তার আকস্মিক মৃত্যু
মরহুম শিক্ষা কর্মকর্তা মোঃ হাদিউল ইসলাম।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের ওসমানীনগর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাদিউল ইসলাম (৬৮) আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ খবর নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি।

জানা যায়, সকালেই সরকারি কাজে সিলেট থেকে ওসমানীনগর যাচ্ছিলেন তিনি। পথে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাদিউল ইসলাম ময়মনসিংহ জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা ও দাফন তার গ্রামের গোবিন্দশ্রীতে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত পাল, জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির ছোহরাব আলী, সেক্রেটারি জেনারেল আনহার আহমদসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪