সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে একটি টিলা ধসে একই পরিবারের দুই সন্তানসহ চারজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শনিবার গভীর রাতের ২টার দিকে লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এই দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়।
রোববার ভোর সাড়ে ৮টার দিকে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। মৃতরা হলেন—বখতিয়ারঘাট গ্রামের মৃত আসিদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৫), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া (১৪) ও ছেলে আলী আব্বাস (৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াজ উদ্দিনের বাড়িটি ছিল একটি উঁচু টিলার পাদদেশে। গভীর রাতে হঠাৎ প্রবল বর্ষণের কারণে টিলাটি ধসে পড়ে ঘরের ওপর, যার ফলে ঘুমন্ত অবস্থায় রিয়াজ ও তার পরিবার চাপা পড়ে যান। তাদের করুণ আর্তনাদ শোনার পর স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন, তবে বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালিত হয় এবং চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা বলেন, টানা ভারী বৃষ্টিপাতের ফলে এই ট্র্যাজেডি ঘটে। দুই সন্তানসহ এক পরিবারের এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করেছি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ দুপুরে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, এ ধরনের দুর্ঘটনা পুনরায় না ঘটে সে লক্ষ্যে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি টিলাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এক পরিবারের ৪ জনের মৃত্যু সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবছর বর্ষাকালে এ ধরনের ঝুঁকি তৈরি হয়, তবে এবার প্রাণহানির এই ঘটনা এলাকার মানুষদের মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে।
আরও পড়ুন:: সিলেটে শনিবার ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত, যেমন থাকবে রোববারের আবহাওয়া।