সিলেটে শনিবার সারাদিন ভারী বর্ষণ ছিল অব্যাহত। সকাল থেকে হালকা বৃষ্টি হলেও দুপুর থেকে তা আরও আকার নেয় প্রবল। প্রায় আড়াই ঘণ্টা বৃষ্টিতে মহানগরীর নিম্নাঞ্চলে সৃষ্টি হয়ে জলাবদ্ধতা। জনজীবন হয়ে পড়ে অচল।
আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৯৮ মিলিমিটার। একই সময়ে কানাইঘাটে বজ্রপাতে এক নৌকা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাত ছিল ১৩২ মিলিমিটার।
সিলেট আবহাওয়া অফিস আরও জানায়, এই প্রবল বর্ষণ আগামী কয়েকদিন চলতে পারে। রোববারও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:: বিয়ের খবর জানতে পেরে প্রেমিকাকে ছুরিকাঘাত করলেন শাবি ছাত্রলীগের সাবেক নেতা।