বিয়ের খবর জানতে পেরে প্রেমিকাকে ছুরিকাঘাত করলেন শাবি ছাত্রলীগের সাবেক নেতা

Ayas-ali-Advertise
বিয়ের খবর জানতে পেরে প্রেমিকাকে ছুরিকাঘাত করলেন শাবি ছাত্রলীগের সাবেক নেতা
অভিযুক্ত সঞ্জীবন চক্রবর্তী পার্থ ।
বিয়ের খবর জানতে পেরে প্রেমিকাকে ছুরিকাঘাত করলেন শাবি ছাত্রলীগের সাবেক নেতা
অভিযুক্ত সঞ্জীবন চক্রবর্তী পার্থ ।
Facebook
Twitter
WhatsApp

বিয়ের খবর জানার পর ক্ষিপ্ত হয়ে প্রেমিকাকে ছুরিকাঘাত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ। এতে গুরুতর আহত হন তরুণী। পরবর্তীতে, অভিযুক্ত যুবক নিজেও
নিজেকে ছুরিকাঘাত করেন। বর্তমানে দুজনেই সিলেটের দুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তরুণী (২৬) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং অভিযুক্ত সঞ্জীবন চক্রবর্তী পার্থ (২৮) শাবিপ্রবির ছাত্র ও ছাত্রলীগের সাবেক সভাপতি।

সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে পার্থ ও ওই তরুণীর মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তবে সময়ের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে যায়। এর মধ্যে মেয়েটির অন্যত্র বিয়ের আয়োজন চলছিল। তার বিয়ের দিন ১ জুন নির্ধারিত ছিল এবং সে সুনামগঞ্জ শহরে ভাইয়ের বাসায় অবস্থান করছিল।

ঘটনার দিন বিকেলে পার্থ তরুণীকে পার্লারে যাওয়ার পথে অনুসরণ করেন এবং একপাশে ডেকে নিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তার শরীরে অন্তত ১০টি ছুরির আঘাত রয়েছে। যার মধ্যে ৯টি গভীর। রাতেই সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর পার্থ ধোপাখালী শশ্মানঘাট এলাকায় গিয়ে নিজের শরীরেও ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খবর দেয় পুলিশকে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যরা জানান, সঞ্জীবন দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর থেকে তরুণীকে নানা হুমকি দিয়ে আসছিলেন। এ বিষয়ে তাদের পরিবারের সদস্যদের জানানো হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমান জানিয়েছেন, সঞ্জীবনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪