সিলেটে পুলিশের জালে কুখ্যাত জব্বার ডাকাত

Ayas-ali-Advertise
সিলেটে পুলিশের জালে কুখ্যাত জব্বার ডাকাত
ডাকাত আব্দুল জব্বার। ছবি সংগৃহীত।
সিলেটে পুলিশের জালে কুখ্যাত জব্বার ডাকাত
ডাকাত আব্দুল জব্বার। ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

বৃহত্তর সিলেট অঞ্চলে ‘জব্বার ডাকাত’ নামে পরিচিত একজন কুখ্যাত অপরাধী আব্দুল জব্বার (৫২) শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন। বহু বছর ধরে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এই ব্যক্তি শান্তিগঞ্জসহ আশপাশের এলাকায় আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন।

বৃহস্পতিবার (২২ মে) রাতে ছাতক থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। অভিযানে সহযোগিতা করে র‍্যাব-৯।

আব্দুল জব্বার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয়দের কাছে ‘জব্বার ডাকাত’ নামে কুখ্যাত এই ব্যক্তি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে ছাতকের একটি এলাকায় অবস্থানরত অবস্থায় আটক করা হয়। পরে শুক্রবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, “আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪