বালাগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিফাউল ইসলাম (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) রাত আনুমানিক ১০টার দিকে মোটরসাইকেলযোগে বালাগঞ্জ সদর থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
বালাগঞ্জ-তাজপুর সড়কের স্থানীয় ইলাসপুর বাজারের কাছাকাছি সায়মা ফিলিং স্টেশন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে সে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত শিফাউল ইসলাম তাজপুর ডিগ্রি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। ঘটনাকালে তার সাথে থাকা অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বালাগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সে বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ গহরপুর গ্রামের মৃত সিদ্দেক আলীর ছেলে। ১০ ভাইবোনের মধ্যে সে সবার ছোট।
বুধবার (২১ মে) রাতে সর্বশেষ সংবাদে জানা গেছে, মৃতদেহ বাড়িতে রাখা হয়েছে। স্বজনরা বিনা ময়নাতদন্তে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি লাভ করেছেন। তবে প্রবাসে থাকা ভাইদের আসার অপেক্ষায় দাফন বিলম্বিত হচ্ছে।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কারণে নিহতের স্বজনরা আইনগত পদক্ষেপ নিতে চাইছেন না।
আরও পড়ুন:: আবার চালু হচ্ছে শমশেরনগরসহ দেশের সাতটি পরিত্যক্ত বিমানবন্দর।