সিলেটে প্রেম থেকে অন্তঃসত্ত্বা, শেষমেশ কারাগারে বিয়ে

Ayas-ali-Advertise
সিলেটে প্রেম থেকে অন্তঃসত্ত্বা, শেষমেশ কারাগারে বিয়ে
শিমুল ও মিতা জুটির কারাগারে বিয়ে। ছবি সংগৃহীত।
সিলেটে প্রেম থেকে অন্তঃসত্ত্বা, শেষমেশ কারাগারে বিয়ে
শিমুল ও মিতা জুটির কারাগারে বিয়ে। ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

প্রেমে বাঁধা পড়েছিলেন শিমুল ও মিতা। সম্পর্ক গড়ায় ঘনিষ্ঠতায়, আর একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মিতা। বিয়ের দাবি জানালে সাড়া না দিয়ে পালিয়ে যান প্রেমিক শিমুল। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে শিমুলকে বিয়ে করতে হয়।তবে সেটি হয় কারাগারের ভেতর।

ঘটনাটি সিলেটের। দীর্ঘদিন ধরে প্রেম চলছিল শিমুল ও মিতার মধ্যে। তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর মিতা বিয়ের জন্য চাপ দিলে শিমুল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে মিতা শাহপরাণ থানায় মামলা দায়ের করলে পুলিশ শিমুলকে গ্রেপ্তার করে। মামলার পর থেকে তিনি কারাগারে ছিলেন।

এ পরিস্থিতিতে শিমুল আদালতে জামিন চাইলে, আদালত উভয়পক্ষের বিয়ের নির্দেশ দেন। এরপর দুই পরিবারের সম্মতিতে এবং অভিভাবকদের উপস্থিতিতে গত বুধবার সিলেট মেট্রোপলিটন কারাগারের ভেতরেই বিয়ের আয়োজন হয়। বিয়েটি সম্পন্ন করেন কাজি সজিব আহমেদ তালুকদার। বিয়েতে মহরানা নির্ধারিত হয় ৫ লাখ টাকা।

সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান জানিয়েছেন, আদালতের আদেশ মেনেই কারাগারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ সময় কারা কর্তৃপক্ষ এবং বর-কনের স্বজনরা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪