সিলেটগামী প্যারাডাইস এক্সপ্রেস বাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে বাসটির সুপারভাইজারের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বুধবার (৯ এপ্রিল) সকালে সিলেটের হুমায়ুন রশীদ চত্বরে বাসটি থামিয়ে অভিযুক্তকে আটক করা হয়। তার নাম মাইন উদ্দিন (২১)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী থানার বাটপাড়া গ্রামের বাসিন্দা এবং প্যারাডাইস এক্সপ্রেসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ঢাকা থেকে সিলেটগামী একটি স্লিপার কোচে যাত্রা শুরু করেন শাবিপ্রবির ওই ছাত্রী। পথে সুপারভাইজার মাইন উদ্দিনের দ্বারা হেনস্তার শিকার হন তিনি। খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থী সিলেট শহরের হুমায়ুন রশীদ চত্বরে বাসটির গতিরোধ করেন এবং অভিযুক্তকে আটকে রাখেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেন।
শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আজিজুল বাতেন বলেন, “ঘটনার কথা জানার পর আমরা শিক্ষক ও প্রক্টরিয়াল টিম নিয়ে সেখানে যাই এবং অভিযুক্তকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।”
সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসেন শিকদার জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুক্তভোগী শিক্ষার্থীর পক্ষ থেকে থানায় মামলা দায়ের করবে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, “এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:: সিলেটে এসএসসি পরীক্ষায় ১৪৪ ধারা।