বাড়ানো হয়েছে এইচএসসি ফরম পূরণের সময়সীমা

Ayas-ali-Advertise
বাড়ানো হয়েছে এইচএসসি ফরম পূরণের সময়সীমা
ফাইল ছবি।
বাড়ানো হয়েছে এইচএসসি ফরম পূরণের সময়সীমা
ফাইল ছবি।
Facebook
Twitter
WhatsApp

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন এক ঘোষণায় জানানো আগামী ১৩ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন এবং ২২ এপ্রিল পর্যন্ত ফি পরিশোধের সুযোগ পাবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৩ থেকে ২১ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করতে পারবেন। তবে ২২ এপ্রিলের মধ্যে সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

এছাড়া, উল্লিখিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম শেষ করবে এবং প্রতিষ্ঠান প্রধান এই বিষয়টি নিশ্চিত করবেন।

এটি উল্লেখযোগ্য যে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ ২ মার্চ শুরু হয়। শিক্ষার্থীরা জরিমানা ছাড়া ১০ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ পান। পরে ১২ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সুযোগ ছিল।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন শুরু হবে এবং ১০ আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪