সিলেটে এসএসসি পরীক্ষায় ১৪৪ ধারা, শিক্ষার্থীদের মানতে হবে কঠোর নিয়ম

Ayas-ali-Advertise
সিলেটে এসএসসি পরীক্ষায় ১৪৪ ধারা, শিক্ষার্থীদের মানতে হবে কঠোর নিয়ম
ফাইল ছবি।
সিলেটে এসএসসি পরীক্ষায় ১৪৪ ধারা, শিক্ষার্থীদের মানতে হবে কঠোর নিয়ম
ফাইল ছবি।
Facebook
Twitter
WhatsApp

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ এপ্রিল থেকে। এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৮৭২ জন শিক্ষার্থী। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে আরও ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী।

লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে। দাখিল পরীক্ষার লিখিত অংশ ১৫ মে পর্যন্ত চলবে। এরপর ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিলেট শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিক নির্দেশনা দিয়েছে। পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রে কড়াকড়ি নিরাপত্তা ও নিয়মনীতির আওতায় পরিচালিত হবে পরীক্ষা।

পরীক্ষাসংশ্লিষ্ট নির্দেশনাসমূহ:

  • প্রতিটি পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কেউ ওই এলাকায় অবস্থান করতে পারবে না।
  • পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময় পেরিয়ে কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
  • পরীক্ষাকেন্দ্রে শুধু কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট সুবিধাবিহীন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। অন্য কেউ মোবাইল, স্মার্টঘড়ি, কলম বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।
  • প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো বা এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০, তথ্যপ্রযুক্তি আইন ২০০৬ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
  • ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
  • পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, কলম-ঘড়ি বা অনুমতিবিহীন যন্ত্রপাতি নিয়ে প্রবেশ নিষিদ্ধ। নির্দেশনা অমান্য করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
  • প্রশ্নপত্র ফাঁস বা উত্তর সরবরাহে সংশ্লিষ্ট কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।
  • পরীক্ষা চলাকালীন ফটোকপি মেশিন চালু রাখা যাবে না।
  • পরীক্ষাকেন্দ্রে বহিরাগত বা সন্দেহজনক কারো উপস্থিতি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে, তা সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ড ও স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।
  • শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য বা গুজবে কান না দিতে।
  • প্রশ্নপত্র পরিবহনের দায়িত্বে থাকা কর্মকর্তারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কালো কাচের গাড়ি বা সন্দেহজনক যানবাহন ব্যবহার করাও নিষিদ্ধ।
বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪