শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেছেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মালেক। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে বিভিন্ন দিক ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পাঠদান ব্যবস্থা, শিক্ষকবৃন্দের কার্যক্রম ও বিদ্যালয়ের বিদ্যমান অবকাঠামো সম্পর্কে অবহিত হন। এ সময় শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষক-শিক্ষিকাদের জন্য ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম চালুর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
বিয়াম ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে পরিচালিত ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিয়াম ল্যাবরেটরি স্কুল বিশ্বনাথ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি বিশ্বনাথ উপজেলার একমাত্র ইংলিশ ভার্সন স্কুল হিসেবে পরিচিত এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে।
এ সময় মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান। এছাড়া বিদ্যালয়ের প্রিন্সিপাল মনিকাঞ্চন চৌধুরীসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।






