ঈদে বাবা-মায়ের সাথে বাড়ি ফিরে আনন্দ করার কথা ছিল শিশু সুমাইয়ার, কিন্তু সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সড়ক পার হওয়ার সময় ঘাতক বাস কেড়ে নেয় তার প্রাণ।
শনিবার (২৯ মার্চ) সকাল ৭টার দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে।
সুত্রে জানা যায়, সুমাইয়া মা-বাবার সাথে ঢাকা থেকে ঈদ করতে বাড়ি ফিরছিল। সকাল ৭টার দিকে আহসানমারা ব্রিজ সংলগ্ন নোয়াগাঁও এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় সে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।
জয়কলস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আরও পড়ুন:: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের ঘটনায় যে শাস্তির অনুমোদন দিল সরকার।