বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ সাত বছরের সাজা নির্ধারণ করে নারী ও শিশু নির্যাতন (সংশোধন) আইন পাস হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ আইন অনুমোদন দেওয়া হয়।
রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, সংশোধিত আইনে বলাৎকার ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের বিষয়ে নতুন বিধান যুক্ত করা হয়েছে।
শফিকুল আলম আরও জানান, এ ধরনের অপরাধ নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাভুক্ত থাকবে, তবে এটি পৃথক ধারা অনুযায়ী বিচারযোগ্য হবে। নতুন বিধান অনুযায়ী, এ অপরাধের শাস্তি সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:: সিলেটসহ সারা দেশে দুর্যোগের শঙ্কা, ঝড়-বজ্রপাতে ঘটতে পারে প্রাণহানি।