বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের ঘটনায় যে শাস্তির অনুমোদন দিল সরকার

Ayas-ali-Advertise
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের ঘটনায় যে শাস্তির অনুমোদন দিল সরকার
প্রতীকি ছবি।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের ঘটনায় যে শাস্তির অনুমোদন দিল সরকার
প্রতীকি ছবি।
Facebook
Twitter
WhatsApp

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ সাত বছরের সাজা নির্ধারণ করে নারী ও শিশু নির্যাতন (সংশোধন) আইন পাস হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ আইন অনুমোদন দেওয়া হয়।

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, সংশোধিত আইনে বলাৎকার ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের বিষয়ে নতুন বিধান যুক্ত করা হয়েছে।

শফিকুল আলম আরও জানান, এ ধরনের অপরাধ নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাভুক্ত থাকবে, তবে এটি পৃথক ধারা অনুযায়ী বিচারযোগ্য হবে। নতুন বিধান অনুযায়ী, এ অপরাধের শাস্তি সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪