যথাযোগ্য মর্যাদায় সিলেটের বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সকাল ৬টা থেকে উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর, স্কুল-কলেজ ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, পৌরসভা, বিএনপি ও সহযোগী সংগঠন, বিশ্বনাথ প্রেসক্লাব, ভূমি অফিস, আনসার-ভিডিপি, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিশ্বনাথ জোনাল অফিসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করা হয়। কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস দল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্মানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে এবং পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের পরিচালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশ্বনাথ প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ।