সিলেটের বিশ্বনাথে সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বিশ্বনাথ উপজেলা উপ-কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মার্চ) বিকেলে রামপাশা রোডের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন বিশ্বনাথ উপজেলা উপ কমিটির সভাপতি আছাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদুলের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ আলী স্বপন, সহ-সাধারণ সম্পাদক বিলাল মিয়া, দপ্তর সম্পাদক বিলাল আহমদ, সদস্য শফিক মিয়া, সাবেক সভাপতি শ্রী আবু সরকার, সাবেক সাধারণ সম্পাদক আমির উদ্দিন, কার্যকরী সভাপতি আরফান মিয়া, সহ-সভাপতি জুবের আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রমিকরা।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। তারা শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারসহ সংশ্লিষ্টদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে সংগঠন ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশ্বাস দেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামেয়া মাদানিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম।
আরও পড়ুন:: একটা দেশ বারবার স্বাধীন হয় না : মুহাম্মদ মুনতাসির আলী।