ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক দেশ গড়তে চাই – বিশ্বনাথে ইলিয়াসপত্নী লুনা

Ayas-ali-Advertise
ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক দেশ গড়তে চাই
প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক দেশ গড়তে চাই
প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ৫ আগস্ট ছাত্র বিপ্লবের ব্যানারে সমন্বিত আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা দেশ থেকে পালিয়ে গেছে এবং পালানোর আগে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন তারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে, দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের উস্কে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যারা দেশে আছেন ও শান্তিতে বসবাস করছেন, তারা যেন উস্কানিতে পা না দেন। যারা কোনো অন্যায় করেননি বা লুটপাটের সঙ্গে জড়িত নন, তাদের হয়রানি করা হবে না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক দেশ গড়তে চাই। আশা করি, বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। তবে নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকতে হবে, মানুষের কল্যাণে কাজ করে তাদের মন জয় করতে হবে। বিএনপি সরকার গঠন করলে মানুষ শান্তিতে থাকবে এবং দেশের উন্নয়ন হবে।

তিনি শুক্রবার (২১ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে রামপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদল সভাপতি ইসলাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক তোফায়েল আলমের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল আহমদ, আব্দুল বাছিত বকুল ও উপজেলা বিএনপি নেতা কাওছার আহমদ তুলাই।

এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সত্তার, স্বেচ্ছাসেবক দল নেতা রাজন খান, যুবদল নেতা সুমন আহমদ, সেবুল সরকার এবং ইউনিয়ন ছাত্রদল নেতা জাকির হোসেন। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা জামাল উদ্দিন এবং শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪