ওসমানীনগরে ইলিয়াসপত্নী লুনার গাড়িতে হামলার ঘটনায় আরেক আসামী গ্রেফতার

Ayas-ali-Advertise
ইলিয়াসপত্নী লুনার গাড়িতে হামলার ঘটনায় আরেক আসামী গ্রেফতার
ফাইল ছবি।
ইলিয়াসপত্নী লুনার গাড়িতে হামলার ঘটনায় আরেক আসামী গ্রেফতার
ফাইল ছবি।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের ওসমানীনগরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনার গাড়িতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোয়ালাবাজার এলাকা থেকে কওছর মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা।

জানা গেছে, রবিবার ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে উপস্থিত হয়ে প্রচারপত্র বিতরণকালে নিজের গাড়িতে হামলার ঘটনায় জড়িতরা গ্রেফতার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তাহসিনা রুশদির লুনা। তিনি প্রশ্ন তোলেন, “নিজের গাড়িতে হামলার ঘটনায় জড়িতরা কেন এখনো গ্রেফতার হলো না?” দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান তিনি।

এরপর, সোমবার বিকেলে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি কওছর মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে মামলার অন‌্য আসামী ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বেলাল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয় ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, গ্রেফতারকৃত কওছর মিয়াকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪