ওসমানীনগরে ইলিয়াসপত্নীর গাড়িতে হামলার ঘটনায় আ. লীগ নেতা গ্রেফতার

Ayas-ali-Advertise
ইলিয়াসপত্নীর গাড়িতে হামলার ঘটনায় আ. লীগ নেতা গ্রেফতার
তাহসিনা রুশদির লুনার গাড়িতে হামলা কালিন সময়ের খন্ড চিত্র। ফাইল ছবি।
ইলিয়াসপত্নীর গাড়িতে হামলার ঘটনায় আ. লীগ নেতা গ্রেফতার
তাহসিনা রুশদির লুনার গাড়িতে হামলা কালিন সময়ের খন্ড চিত্র। ফাইল ছবি।
Facebook
Twitter
WhatsApp

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনার গাড়িতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ছয় মাস পর সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বেলাল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) দুপুরে ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া।

মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর বিএনপির গণসমাবেশ উপলক্ষে ওসমানীনগরে প্রচারপত্র বিতরণ করতে গেলে হামলার শিকার হন তাহসিনা রুশদির লুনা। তিনি প্রচারপত্র বিতরণ শেষে গাড়িতে ওঠার সময় হামলাকারীরা তাকে রড দিয়ে আঘাতের চেষ্টা করে। তবে উপস্থিত নেতাকর্মীরা তাকে রক্ষা করেন। হামলাকারীরা তার গাড়ি ভাঙচুর করে এবং বহরে থাকা নেতাকর্মীদের ওপরও হামলা চালায়।

প্রায় ২২ মাস পর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বিএনপি কর্মী মো. মন্নান বক্স বাদী হয়ে ওসমানীনগর থানার সাবেক ওসিসহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-২২ জনকে আসামি করে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতে মামলা দায়ের করেন । মামলা নং- (সিআর ৩০২/২৪)। এ মামলায় প্রথম গ্রেফতার হলেন বেলাল আহমদ।

তবে, এজাহারভুক্ত অনেক আসামি প্রকাশ্যে চলাফেরা করলেও তারা এখনও গ্রেফতার হয়নি বলে অভিযোগ করেছেন বাদী মন্নান বক্স। তিনি বলেন, ‘মামলা দায়েরের ছয় মাস পর পুলিশ প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেফতার করেছে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪