সিলেটের বালাগঞ্জে পুলিশের অভিযানে উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নশিরপুর গ্রাম থেকে বিশ্বনাথ থানাসহ বিভিন্ন থানায় দায়েরকৃত ডাকাতিসহ একাধিক মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া ও ওসি (তদন্ত) মো. ফয়েজ আহমদের নেতৃত্বে মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম আবুল হোসেন রিপন (৩৫)। তিনি নশিরপুর গ্রামের মৃত তৈয়ব উল্লার ছেলে।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত আবুল হোসেন রিপনের বিরুদ্ধে সিলেটের ওসমানীনগর থানায় ৩টি, গোলাপগঞ্জ থানায় ১টি, এসএমপি কোতোয়ালি থানায় ১টি (অস্ত্র মামলা), এসএমপি এয়ারপোর্ট থানায় ১টি, বিশ্বনাথ থানায় ১টি এবং বালাগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। বালাগঞ্জ থানায় দায়েরকৃত মামলার নম্বর-০১, তারিখ ০৮ মার্চ ২০২৫। গ্রেফতারকৃত আবুল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:: সিলেটে বাগানে নিয়ে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, গ্রেপ্তার-২।