সিলেটের টুকেরবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুটি গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ছয়টার পর এ সংঘর্ষ শুরু হয়ে থেমে থেমে প্রায় এক ঘণ্টা ধরে চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সিলেট মহানগরীর ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের সংলগ্ন পীরপুর ও টুকেরগাঁও এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে ইফতারের আগ মুহুর্তে টুকেরবাজারের সবজি কেনাবেচার স্থানে গাড়ি পার্কিং নিয়ে দুই ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার পরও উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রামের মধ্যে। এ নিয়ে এক পর্যায় দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ বিষয় জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুটি গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:: সিলেটে বজ্রসহ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস।