সিলেটসহ বাংলাদেশের তিনটি বিভাগের বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি দেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রবিবার (৯ মার্চ) এই পূর্বাভাস জানানো হয়।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে, আর দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ সক্রিয় রয়েছে।
পুনরায়, সোমবার (১০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে কুমিল্লা, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশে আংশিক মেঘলা থাকবে, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে উত্তর-পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:: সিলেটে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের