সিলেটের সদর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে নারীসহ আহত হয়েছেন আরও ৪ জন ।
শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার বলাউড়া এলাকায় এ মর্মাতিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বলাউড়া বাজার এলাকার কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুহেল আহমেদ (১৮) ও একই গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল মালেক (২০)।
সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে আসা মামুন পরিবহনের একটি যাত্রাবাহী বাস (ঢাকা মেট্রো ন ১২-১৯৫১) ও একটি সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে এর ছয়জন যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুহেল ও মালেককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন, এর মধ্যে অটোরিকশা চালকের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:: সিলেটের শাহপরানে পাঁছ গ্রামের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষ।