সিলেটের শাহপরানে পাঁছ গ্রামের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষ

Ayas-ali-Advertise
শাহপরানে পাঁছ গ্রামের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষ
সিলেটের শাহপরানে পাঁছ গ্রামের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষ।
শাহপরানে পাঁছ গ্রামের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষ
সিলেটের শাহপরানে পাঁছ গ্রামের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের শাহপরাণ থানাধীন দাসপাড়ায় কথা কাটাকাটির জের ধরে পাঁচ গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত ও ৩টি মোটরসাইকেল ভাঙচুরসহ কিছু স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চলতে থাকা এ সংঘর্ষে পাঁচটি গ্রামের কয়েকশ’ মানুষ জড়িয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে পুলিশ এবং সেনাবাহিনী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে সংর্ঘষ চলছিল।

সূত্রে জানা গেছে, আধিপত্যকে কেন্দ্র করে ইফতারের পূর্ব মুহূর্তে দাসপাড়া, বংশীধর, বালুটিকর, চকগ্রাম ও হালুপাড়ার দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, কয়েকটি গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪