সিলেটের শাহপরাণ থানাধীন দাসপাড়ায় কথা কাটাকাটির জের ধরে পাঁচ গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত ও ৩টি মোটরসাইকেল ভাঙচুরসহ কিছু স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বুধবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চলতে থাকা এ সংঘর্ষে পাঁচটি গ্রামের কয়েকশ’ মানুষ জড়িয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে পুলিশ এবং সেনাবাহিনী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে সংর্ঘষ চলছিল।
সূত্রে জানা গেছে, আধিপত্যকে কেন্দ্র করে ইফতারের পূর্ব মুহূর্তে দাসপাড়া, বংশীধর, বালুটিকর, চকগ্রাম ও হালুপাড়ার দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, কয়েকটি গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন:: সিলেটে এক জারা লেবুর দাম আড়াই হাজার টাকা!