সিলেটে এক জারা লেবুর দাম আড়াই হাজার টাকা!

Ayas-ali-Advertise
সিলেটে এক জারা লেবুর দাম আড়াই হাজার টাকা
সিলেটে এক জারা লেবুর দাম আড়াই হাজার টাকা।
সিলেটে এক জারা লেবুর দাম আড়াই হাজার টাকা
সিলেটে এক জারা লেবুর দাম আড়াই হাজার টাকা।
Facebook
Twitter
WhatsApp

সিলেটে রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বেড়েছে সব ধরনের সবজির দাম, পাশাপাশি মাছ-মাংসের দামও ঊর্ধ্বমুখী। দেখা দিয়েছে বাজারে সয়াবিন তেলের সংকট। বড় ব্যবসায়ীরা বিক্রি করছেন শর্তসাপেক্ষে তেল। ইফতার সামগ্রীর মধ্যে টমেটো, গাজর, বেগুন ও শসার দাম মাত্র একদিনের ব্যবধানে হয়েছে দ্বিগুণ। বিশেষ করে ছাড়িয়ে গেছে লেবুর দামের অতীতের সব রেকর্ড। এক হালি লেবু ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বন্দরবাজারে একটি জারা লেবুর দাম চাওয়া হচ্ছে আড়াই হাজার (২৫০০) টাকা।

রোববার (২ মার্চ) বিকেলে সিলেটের প্রধান বাজারগুলো থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। সরবরাহ পর্যাপ্ত থাকলেও ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার আশায় দাম বাড়িয়ে দিচ্ছেন। এতে ক্রেতাদের সঙ্গে বিক্রেতাদের বাকবিতণ্ডাও বৃদ্ধি পাচ্ছে। খবর: কালবেলা।

নগরীর লালবাজার এলাকায় নানা জাতের লেবুর পসরা সাজিয়েছেন বিক্রেতারা। এক বিক্রেতা জানান, তার কাছে ১০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হালির লেবু পাওয়া যাচ্ছে, যেখানে একটি জারা লেবুর দাম চাওয়া হচ্ছে ২৫০০ টাকা।

বাজারভেদে লেবুর দামের পার্থক্যও লক্ষ্য করা গেছে। লালবাজারে যে লেবু ২০০ টাকা হালি, সেটি ব্রহ্মময়ী বাজার ও সিটি পয়েন্টের ভাসমান দোকানে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আম্বরখানায় ১০০ টাকা দামের লেবু রিকাবীবাজারে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

গাজর, বেগুন ও শসার দামও কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে। বন্দরবাজারে বেগুন ৫০-৬০ টাকা, শসা ৪০-৪৫ টাকা, গাজর ৫০-৬০ টাকা ও কাঁচামরিচ ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, মদিনা মার্কেটে বেগুন ৭০-৮০ টাকা, শসা ৫০-৬০ টাকা, গাজর ৫০-৬০ টাকা ও কাঁচামরিচ ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বন্দরবাজারের এক বিক্রেতা জানান, রমজান উপলক্ষে আড়তদাররা বেশি দাম নিচ্ছেন, ফলে তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে, তুলনামূলকভাবে বন্দরবাজার এলাকায় সবজির দাম কিছুটা কম।

আম্বরখানার ব্যবসায়ী শাহাদৎ হোসেন বলেন, অন্যান্য বছরের তুলনায় সবজির দাম কম থাকলেও লেবুর সরবরাহ কম থাকায় এর দাম হঠাৎ বেড়ে গেছে।

রিকাবীবাজারে বাজার করতে আসা এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিনের ব্যবধানে লেবুর দাম ৩০ টাকা হালি থেকে ১০০-১৫০ টাকায় পৌঁছেছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বাজার ব্যবস্থাপনায় প্রশাসনের কঠোর মনিটরিংয়ের দাবি জানান।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (সিলেট মেট্রো) দেবানন্দ সিনহা জানান, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। লেবুর দাম অস্বাভাবিকভাবে বাড়ছে বলে মনে হচ্ছে এবং অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সয়াবিন তেলের সংকট প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। সরবরাহ স্বাভাবিক হলে সংকট কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪