দক্ষিণ সুরমায় ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল বিশ্বনাথের যুবকের

Ayas-ali-Advertise
ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল বিশ্বনাথের যুবকের
দক্ষিণ সুরমায় বাস, পিকআপ ও দুটি মোটরসাইকেলের সংঘর্ষের খন্ডচিত্র।
ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল বিশ্বনাথের যুবকের
দক্ষিণ সুরমায় বাস, পিকআপ ও দুটি মোটরসাইকেলের সংঘর্ষের খন্ডচিত্র।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের দক্ষিণ সুরমায় বাস, পিকআপ ও দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ইসাক আলী (৪৬) নামে বিশ্বনাথের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনা আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার অতিরবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইছরাক আলী বিশ্বনাথ পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের হাবড়া রমজানপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি ৩ সন্তানের জনক। আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

সুত্রে জানা যায়, সিলেটগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় পিকআপটিকে পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ রূপ নেয়। এতে ইসাক আলীসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসাক আলীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস, পিকআপ ও মোটরসাইকেলগুলো জব্দ করেছে এবং ঘটনার তদন্ত চলছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪