সিলেটের গোলাপগঞ্জে আন্তজেলা ২ ডাকাত গ্রেফতার

Ayas-ali-Advertise
গোলাপগঞ্জে আন্তজেলা ২ ডাকাত গ্রেফতার
গোলাপগঞ্জে আন্তজেলা ২ ডাকাত গ্রেফতার
Facebook
Twitter
WhatsApp

সিলেটের গোলাপগঞ্জে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—জকিগঞ্জের আনন্দপুর গ্রামের কবির আহমদের ছেলে আব্দুল্লাহ আহমদ এবং নেত্রকোনার কলমাকান্দা থানার রানিগাঁও (মাতায়ারা) গ্রামের মজনু মিয়ার ছেলে মো. ফয়সাল হাসান। বর্তমানে আব্দুল্লাহ আহমদ সিলেটের জালালাবাদ থানার পার্কভিউ আবাসিক এলাকার ১৪০ নম্বর বাসায় এবং মো. ফয়সাল হাসান আখালিয়া এলাকায় বসবাস করছেন।

পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুর এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কের রফিপুর পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় আন্তজেলা ডাকাত দলের এই দুই সদস্যকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতার হওয়া আব্দুল্লাহ আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় একটি ডাকাতি, একটি চুরি ও একটি দস্যুতার মামলা রয়েছে। অপর আসামি মো. ফয়সাল হাসানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা বিচারাধীন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪