তথ্য উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম

Ayas-ali-Advertise
তথ্য উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম
উপদেষ্টার মাহফুজ আলম
তথ্য উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম
উপদেষ্টার মাহফুজ আলম
Facebook
Twitter
WhatsApp

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহফুজ আলম।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

এর একদিন আগে, মঙ্গলবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

নাহিদ ইসলামের পদত্যাগের পর বিশেষ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা নিয়ে আলোচনা চলছিল। মাহফুজ আলমের নাম নিয়েও গুঞ্জন ছিল, যা শেষ পর্যন্ত সত্য হলো।

মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে তিনি এতদিন কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে, ২৮ আগস্ট তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহফুজ আলম। আন্দোলনে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সহায়কের দায়িত্ব পালন করেন তিনি। গণ–অভ্যুত্থানের পর তিনি ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন।

নাহিদ ইসলামের পদত্যাগের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টা নিজের কাছেই রেখেছেন, আর মাহফুজ আলমকে দেওয়া হয়েছে শুধু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪