অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তুতির অংশ হিসেবে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে দলটি গঠিত হচ্ছে, যেখানে নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। আগামী ২৮ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের কথা রয়েছে।
সম্প্রতি নাহিদ ইসলামের নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা চলছিল। তিনি নিজেও ইঙ্গিত দিয়েছিলেন যে, উপদেষ্টার পদ ছাড়ার পরই নতুন দলে সম্পৃক্ত হবেন। অবশেষে তার পদত্যাগের মধ্য দিয়ে সেই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হলো।
নাহিদ ইসলাম ১৯৯৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ‘ফাহিম’। তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে মাস্টার্স সম্পন্ন করেন। তার একজন ছোট ভাই রয়েছে এবং তিনি বিবাহিত।
গত বছর পর্যন্ত নাহিদ ইসলাম ছিলেন অপেক্ষাকৃত কম পরিচিত। তবে, জুলাই মাসে অপহরণের ঘটনায় তিনি আলোচনায় আসেন। কোটাবিরোধী আন্দোলনের সময় তাকে দুইবার আটক করা হয় এবং নির্যাতনের শিকার হন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট পূর্ববর্তী সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
আরোও পড়ুন:: কুখ্যাত নির্যাতনকেন্দ্র আয়নাঘরের দেয়ালে লেখা আছে যেসব কথা।