শুরু হচ্ছে সিলেট পুরাতন কারাগারে বন্দিদের স্থানান্তর, রাখা হবে যাদের

Ayas-ali-Advertise
শুরু হচ্ছে সিলেট পুরাতন কারাগারে বন্দিদের স্থানান্তর, রাখা হবে যাদের
শুরু হচ্ছে সিলেট পুরাতন কারাগারে বন্দিদের স্থানান্তর, রাখা হবে যাদের। ছবি সিলেটভিউ।
শুরু হচ্ছে সিলেট পুরাতন কারাগারে বন্দিদের স্থানান্তর, রাখা হবে যাদের
শুরু হচ্ছে সিলেট পুরাতন কারাগারে বন্দিদের স্থানান্তর, রাখা হবে যাদের। ছবি সিলেটভিউ।
Facebook
Twitter
WhatsApp

শহরতলীর বাদাঘাটে অত্যাধুনিক কারাগার নির্মাণের পর সিলেটের পুরনো কেন্দ্রীয় কারাগারটি ছিল অবহেলা-অযত্নে। সামান্ন পরিমান লঘু অপরাধীদের রাখা হতো সেখানে। কারাগারের প্রায় সাড়ে ২৪ একর জায়গায় নিয়ে বিভিন্ন পরিকল্পনা নেওয়া পর শেষ পর্যন্ত ২৩৬ বছরের পুরনো কারাগারটি (২৪ ফেব্রুয়ারি ) রবিবার থেকে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে।

কারা অধিদপ্তরের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে সিলেট মেট্রোপলিটন এলাকার বন্দিদের সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। ৪ ফেব্রুয়ারি প্রাপ্ত এই নির্দেশনার ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি সিলেট বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়া স্বাক্ষরিত এক পত্রে সিনিয়র জেল সুপারকে এই স্থানান্তরের নির্দেশ প্রদান করা হয়।

কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়া জানান, আইন অনুযায়ী জেলা ও মেট্রোপলিটন এলাকার বন্দিদের পৃথক রাখা উচিত। এতদিন সকল বন্দি বাদাঘাটস্থ সিলেট কেন্দ্রীয় কারাগারে একসাথে রাখা হতো। তবে শহর ও গ্রামের বন্দিদের অপরাধের ধরণ ভিন্ন। শহরে অনেক পেশাদার অপরাধী থাকেন। অন্যদিকে গ্রামের বন্দিদের অপরাধ তুলনামূলক লঘু। উভয় অঞ্চলের অপরাধীদের একসাথে রাখলে বড় অপরাধ প্রত্যন্ত এলাকায়ও ছড়াতে পারে। এখন থেকে শহরের অপরাধীদের সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এ রাখা হবে।

১৭৮৯ সালে ১২১০ জন বন্দি ধারণ ক্ষমতাসম্পন্ন আসামের কালেক্টর জন উইলিশ সিলেট শহরের ধোপাদিঘীর পাড়ে প্রতিষ্ঠিত করেন সিলেট কেন্দ্রীয় কারাগার-২। যা বর্তমানে সিলেট পুরাতন কেন্দ্রীয় কারাগার নামেও পরিচিত। তবে ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার এটিকে কেন্দ্রীয় কারাগারে উন্নীত করে। বর্তমানে, নতুন কারাগার স্থাপনের পর এটি সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নামে পরিচিত।

নতুন এই ব্যবস্থা শহর ও গ্রামের বন্দিদের মধ্যে অপরাধের ধরণ অনুযায়ী পৃথকীকরণে সহায়তা করবে এবং অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪