সিলেটে ইয়াবা ও অস্ত্রসহ বিশ্বনাথের যুবক গ্রেফতার

Ayas-ali-Advertise
ইয়াবা ও অস্ত্রসহ বিশ্বনাথের যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত মো. তারেকুর রহমান তারেক।
ইয়াবা ও অস্ত্রসহ বিশ্বনাথের যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত মো. তারেকুর রহমান তারেক।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ইয়াবা, ধারালো অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে জালালপুর ডিগ্রি কলেজ মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. তারেকুর রহমান তারেক (৩০)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার মীরেরগাঁও এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সিলেটের মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের টিলাপাড়া গ্রামে বসবাস করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মোগলাবাজার থানার এসআই মো. নুর উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জালালপুর ডিগ্রি কলেজ মাঠে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটকৃত তারেক পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

আটকের পর তার কালো ট্রাউজার তল্লাশি করে ৭০ পিস ইয়াবা (যার আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা), একটি ১৬ ইঞ্চি দীর্ঘ চায়নিজ টিপ চাকু ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

মোগলাবাজার থানার এসআই মো. নুর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪