সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার একটি হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে এক নারীও রয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কোতোয়ালী মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে সুনামগঞ্জ জেলার দিরাই থানার ধল আশ্রম গ্রামের মো. তুহিম আহমদ (২০), সিলেট জেলার কানাইঘাট থানার উজানবরাপাইত গ্রামের নিজাম (৫৫) এবং মোছা. বিলকিছ নাহার পপি (২০) অন্তর্ভুক্ত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুপুর দেড়টার দিকে তারা সিটি হার্ট হোটেলের ৪র্থ তলার ১০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে দুই পুরুষ ও এক নারীকে আটক করে।
বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরোও পড়ুন:: বালাগঞ্জে আড়াই বছরে ও সম্পন্ন হয়নি ৯০০ মিটার সড়কের সংস্কার কাজ।