বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। হজযাত্রীদের নির্বিঘ্নে পরিবহন নিশ্চিত করতে ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত এ রুটের ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট পরিচালনা করে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ রুটে আগে সপ্তাহে তিনটি ফ্লাইট চললেও, গত অক্টোবরে তা কমিয়ে সপ্তাহে দুটি করা হয়। এরপর ফ্লাইট পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে এমন শঙ্কা তৈরি হয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এ কারণে ফ্লাইট চালু রাখার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিন করেন তারা।
ম্যানচেস্টার সিটির ওল্ডহাম কাউন্সিলের কাউন্সিলর আবদুল জাব্বার বিষয়টি গুরুত্ব দিয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠান। তিনি জানান, ম্যানচেস্টারে প্রায় আড়াই লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন এবং প্রতি সপ্তাহে অন্তত ৫০০ যাত্রী সরাসরি ফ্লাইটে যাতায়াত করেন। ফ্লাইট বন্ধ হলে তাঁদের ভোগান্তি বাড়বে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হজযাত্রা নির্বিঘ্ন করতে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। যাত্রী চাহিদার ভিত্তিতে কিছু গন্তব্যে ফ্লাইট কমানো বা সমন্বয় করা হচ্ছে। এর অংশ হিসেবে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখা হবে।
হজ ফ্লাইট শেষ হওয়ার পর ১১ জুলাই থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পুনরায় চালু করা হবে। ইতোমধ্যে যারা ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত এই রুটে টিকিট কিনেছেন, তাঁরা বাড়তি খরচ ছাড়াই টিকিটের তারিখ পরিবর্তন বা রিফান্ড নিতে পারবেন। পাশাপাশি, বিনা খরচে ঢাকা-সিলেট-লন্ডন রুটে যাত্রার সুযোগও থাকবে।
fআরোও পড়ুন::: সিলেটে ড্রেন থেকে উদ্ধার হলো কিশোরের লাশ।