সিলেট মহানগরের তেমুখী এলাকায় একটি ড্রেন থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সুন্দর আলী মসজিদের সামনে সড়কের পাশের ড্রেনে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
পুলিশ সুত্রে জানা যায়, নিহত কিশোরের বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর হবে। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের করে পুলিশ। তবে তার পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয় জালালাবাদ থানার এসআই আহসান উল্লাহ জানান, প্রাথমিক তদন্ত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় বিস্তারিত জানার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।
আরোও পড়ুন:: সিলেটে ভবন থেকে পড়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের।