সিলেটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কাজ করার সময় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হল তিনি। আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে যেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. রুবেল মিয়া (১৮)। তিনি মংলির পাড় এলাকার আসাদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাইপাস মোড়ের একটি ১২ তলা ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন রুবেল। হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে যাচ্ছে।
নিহতের চাচা মো. শাকিল হোসেন সৌরভ জানান, তার ভাতিজা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কাজের সময় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
আরোও পড়ুন:: লাখ টাকা জরিমানা গুনলো সিলেটের কাচ্চি ডাইন ।