লাখ টাকা জরিমানা গুনলো সিলেটের কাচ্চি ডাইন

Ayas-ali-Advertise
লাখ টাকা জরিমানা গুনলো সিলেটের কাচ্চি ডাইন
সিলেটের কাচ্চি ডাইন।
লাখ টাকা জরিমানা গুনলো সিলেটের কাচ্চি ডাইন
সিলেটের কাচ্চি ডাইন।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে অবস্থিত অভিজাত রেস্টুরেন্ট কাচ্চি ডাইন-এ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খাদ্য সংরক্ষণ ও আমদানিকৃত উপকরণের বৈধতা সংক্রান্ত অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে করা হয়েছে ১ লাখ টাকা জরিমানা। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা জানান, কাচ্চি ডাইন -এ মাংস সংরক্ষণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়নি। এছাড়া, বিদেশি মসলা ব্যবহারের দাবি থাকলেও এর আমদানির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এসব অনিয়মের কারণে জরিমানা আরোপ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সিলেটে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে প্রশাসনের সদস্য ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪