সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন ও উচ্ছ্বাসে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে প্রেসক্লাবের সদস্য ও তাদের সন্তানরা অংশগ্রহণ করেন। শনিবার (২৫ জানুয়ারি) বাস ও নৌকা ভ্রমণের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজন কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ‘সাদা পাথর’ এলাকায় আনন্দঘন পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।
বনভোজনে অংশগ্রহণকারী সবাইকে রঙিন টি-শার্ট, প্রেসক্লাবের সদস্যদের ছবি সম্বলিত মগ এবং সদস্যদের স্ত্রীদের জন্য আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের এ আয়োজন সফল করতে সহযোগিতা করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, যুক্তরাজ্যের সলিসিটর ও বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক প্রভাষক আনসার হাবিব, লন্ডন-বাংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন কয়েছ, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি এবং বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি আবুল কালাম।
বিশ্বনাথ প্রেসক্লাবের বনভোজনের ক্রীড়া প্রতিযোগিতা ছিল প্রাণবন্ত এবং উৎসাহ উদ্দীপনায় ভরপুর। এতে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের পারফরম্যান্স উল্লেখযোগ্য ছিল।
বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের ক্রীড়া প্রতিযোগীতার ‘বালিশ বদল’ প্রতিযোগিতায় মোহাম্মদ নূরুল ইসলাম চ্যাম্পিয়ন এবং প্রনঞ্জয় বৈদ্য অপু রানার্সআপ হন।
‘খালি বালতিতে টেনিস বল নিক্ষেপ’ প্রতিযোগিতায় সমুজ আহমদ সায়মন চ্যাম্পিয়ন এবং জামাল মিয়া রানার্সআপ হন।
‘স্ট্যামে টেনিস বল নিক্ষেপ’ প্রতিযোগিতায় সুজিত দেব চ্যাম্পিয়ন এবং রফিকুল ইসলাম জুবায়ের রানার্সআপ হন।
‘ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে কর্ক নিক্ষেপ’ প্রতিযোগিতায় কাজী মুহাম্মদ জামাল উদ্দিন চ্যাম্পিয়ন এবং মাজহারুল ইসলাম সাব্বির রানার্সআপ হন।
প্রেসক্লাব সদস্যদের সন্তানদের (কন্যা) ক্রীড়া প্রতিযোগীতার ‘বালিশ বদল’ প্রতিযোগিতায় নুসরাত বিল্লাহ চ্যাম্পিয়ন এবং আবিদাহ বিনতে আলী রানার্সআপ হন।
‘খালি বালতিতে টেনিস বল নিক্ষেপ’ প্রতিযোগিতায় হুমায়রা খাতুন আমিনা চ্যাম্পিয়ন এবং তাহিয়া তাহসিন নাবিহা রানার্সআপ হন।
সদস্যদের পুত্র (ছোট গ্রুপ) সন্তানের জন্য ক্রীড়া প্রতিযোগিতার ‘৫০ মিটার দৌড়’ প্রতিযোগিতায় আলী হাসান চ্যাম্পিয়ন এবং নাজমুস সাকিব রাফি রানার্সআপ হন।
‘খালি বালতিতে টেনিস বল নিক্ষেপ’ প্রতিযোগিতায় মাহীন জামাল মাহী চ্যাম্পিয়ন এবং সামছুল আরিফিন রিয়াদ রানার্সআপ হন।
‘স্ট্যামে টেনিস বল নিক্ষেপ’ প্রতিযোগিতায় সাবিরুল ইসলাম জাকির চ্যাম্পিয়ন এবং মাহবুবুর রহমান নোমান রানার্সআপ হন।
‘ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে কর্ক নিক্ষেপ’ প্রতিযোগিতায় মাহদী হাসান চ্যাম্পিয়ন এবং রফিকুল সালেহী রুম্মান রানার্সআপ হন।
সদস্যদের পুত্র (বড় গ্রুপ) সন্তানের জন্য ক্রীড়া প্রতিযোগিতার ‘১০০ মিটার দৌড়’ প্রতিযোগিতায় ফাহিম শাহরিয়ার রাহী চ্যাম্পিয়ন এবং আমিনূর ইসলাম আবির রানার্সআপ হন।
‘খালি বালতিতে টেনিস বল নিক্ষেপ’ প্রতিযোগিতায় রাহিম আহমদ চ্যাম্পিয়ন এবং অর্ক দেব অঙ্কন রানার্সআপ হন।
‘স্ট্যামে টেনিস বল নিক্ষেপ’ প্রতিযোগিতায় আলী আহসান অলিদ চ্যাম্পিয়ন এবং সাইফুর রহমান শাওন রানার্সআপ হন।
‘ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে কর্ক নিক্ষেপ’ প্রতিযোগিতায় আলী হোসাইন চ্যাম্পিয়ন এবং আশরাফুল ইসলাম তানভীর রানার্সআপ হন।
এই আয়োজন সকল অংশগ্রহণকারীদের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আরোও পড়ুন:: বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।