সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এই সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করেন সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ডাক্তার না থাকায় স্থানীয়রা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা প্রায় সপ্তাহ/দশদিন ধরে অনুপস্থিত থাকায় দুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে। এ ছাড়া ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করার জন্য এক মাস সময় নেওয়া হলেও তা প্রায় পাঁচ মাসেও শেষ করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন।
পৌর শহরে ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে বারবার যানজটের সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানে কৃষিজমির টপ সয়েলের মাটি অবাধে বিক্রি করায় কৃষি জমির ক্ষতি হচ্ছে। ওই মাটি পরিবহনকালে তা সড়কে পড়ায় বর্ষাকালে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ছাড়া লামাকাজীর এম. এ. খান সেতুর টোল প্লাজা ও ‘ইজারা’ ইস্যু নিয়েও আলোচনা হয়। বক্তারা অভিযোগ করেন, গত বছরের ১৮ কোটি ৭২ লাখ ৪৭ হাজার ৪৭১ টাকার তুলনায় এবার প্রায় ৮ কোটি ৬৬ লাখ টাকা কমে নতুন ইজারা দেওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুনির্মল বিশ্বাস, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম, দেওকলস ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদ এবং অন্যান্য জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহীনুজ্জামান চৌধুরী, আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকন মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ জামাল উদ্দিন, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাইরুল আলম ফকির, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম.কম আব্দুল্লাহ শিকদার, গ্রাম আদালতের কর্মকর্তা মরিয়ম সুলতানা।
সভায় বক্তারা উপজেলা আইন-শৃঙ্খলার উন্নয়নসহ নানা সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আরোও পড়ুন:: বিশ্বনাথে ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা।