অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া গায়েবি ও রাজনৈতিক মামলা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রত্যাহার করা হবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক, হয়রানিমূলক ও গায়েবি মামলা চিহ্নিত হয়েছে, যার মধ্যে লাখ লাখ মানুষ আসামি। এসব মামলা ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, সাইবার সিকিউরিটি আইন অনুযায়ী সারা দেশে চলমান সব মামলা প্রত্যাহার করা হবে বলেও জানান আইন উপদেষ্টা।
তিনি আরও জানান, আগামী সাত দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে এবং সাইবার সিকিউরিটি আইন সংস্কারেও উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।
অন্যদিকে, উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এর আওতায় বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতিকে প্রধান করে একটি ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠন করা হবে।
আসিফ নজরুল বলেন, আগামী নির্বাচনের সাথে গণহত্যার বিচার কোনভাবেই সাংঘর্ষিক হবে না। প্রয়োজন হলে, দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো পদক্ষেপ গ্রহণ করবে না অন্তর্বর্তী সরকার।
আরোও পড়ুন:: নতুন রঙ-নকশায় চূড়ান্ত হলো পুলিশ, র্যাব ও আনসারের পোশাক।