কোম্পানীগঞ্জে বাংকারে পাথর চাপায় শ্রমিকের মৃত্যু

Ayas-ali-Advertise
কোম্পানীগঞ্জে বাংকারে পাথর চাপায় শ্রমিকের মৃত্যু
কোম্পানীগঞ্জে বাংকারে পাথর চাপায় শ্রমিকের মৃত্যু।
কোম্পানীগঞ্জে বাংকারে পাথর চাপায় শ্রমিকের মৃত্যু
কোম্পানীগঞ্জে বাংকারে পাথর চাপায় শ্রমিকের মৃত্যু।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে এলাকায় পাথর উত্তোলনের সময় মাটি ও পাথর ধসে লিটন মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো লিটন ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার এলাকায় পাথর তুলতে যান। পাথর উত্তোলনের সময় বাংকারের নিচ থেকে মাটি ও পাথর ধসে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪