বালাগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ হারালেন প্রবাসী

Ayas-ali-Advertise
বালাগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ হারালেন প্রবাসী
বালাগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ হারালেন প্রবাসী।
বালাগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ হারালেন প্রবাসী
বালাগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ হারালেন প্রবাসী।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বালাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল গফুর (৪৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল গফুর আতাসন গ্রামের প্রয়াত ইউপি সদস্য আহমদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী ছিলেন এবং কিছুদিন আগে ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের ভাষ্যমতে, নিহত আব্দুল গফুর ও একই গ্রামের দিলু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই শনিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন আব্দুল গফুর। তাকে দ্রুত সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন ভুঁইয়া জানিয়েছেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪