সীমান্ত পার হয়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে ভারতের পাহাড় থেকে পড়ে এক বৃদ্ধের প্রাণহানি ঘটেছে। বুধবার বিকেল সোয়া ৪টায় ভারতীয় পুলিশ আশরাফ উদ্দিন (৬৫) নামে ওই ব্যক্তির মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত আশরাফ উদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ রাটরা গ্রামের বাসিন্দা এবং মৃত শামসুদ্দিনের পুত্র।
স্থানীয়দের তথ্যমতে জানা গেছে, আশরাফ নিয়মিতই সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে কাঠ সংগ্রহ করতেন। মঙ্গলবার সকালে কাঠ আনতে ভারতে গেলে আর ফিরে আসেননি তিনি। বুধবার সকাল ৯টার দিকে কালাইরাগ সীমান্তের ১২১৫ নম্বর সীমান্ত পিলারের কাছে ভারতের ভেতরে তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন স্থানীয়রা। পরে বিকেলে ভারতীয় পুলিশ তার লাশ উদ্ধার করে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
সর্ম্পকিত খবর:: ওসমানী বিমানবন্দরে দেড় কোটি টাকার স্বর্ণের বার জব্দ
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, প্রাথমিক তথ্যমতে, কাঠ সংগ্রহের সময় ভারতের পাহাড় থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। আশরাফের শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ হস্তান্তরের সময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।