Search
Close this search box.

নয় দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, জোরদার নিরাপত্তা

নয় দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ
নয় দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ।
নয় দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ
নয় দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ।
Facebook
Twitter
WhatsApp

সচিবালয়ে ৯ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। এ সময় সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ রাখা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে সচিবালয়ের ভেতরে এ কর্মসূচি চলছে।

জানা গেছে, কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে ৯ দফা দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য চাপ সৃষ্টি করতেই নেওয়া হয়েছে এ কর্মসূচি।

সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, সচিবালয়ে প্রবেশের সব পথ বন্ধ রাখা হয়েছে। কর্মসূচি ঘিরে সচিবালয় এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

জানা যায়, সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব ও উপসচিব পদে ক্যাডার বহির্ভূত কর্মচারীদের জন্য নির্দিষ্ট হারে পদোন্নতির কোটা রয়েছে। তবে বিগত সময়ে তা যথাযথভাবে হয়নি বাস্তবায়ন।

এ বিষয়ে দাবি জানানোয় কর্মচারীদের পক্ষ থেকে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অধিকাংশ সদস্য সমাধানে একমত হয়ে প্রতিবেদনে স্বাক্ষর করলেও যুগ্ম সচিব নাদিরা সুলতানা প্রাথমিকভাবে স্বাক্ষর দিতে জানান অস্বীকৃতি।

গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জিয়াউর রহমানসহ কয়েকজন কর্মচারী তার স্বাক্ষর আনতে অর্থ মন্ত্রণালয়ে যান। অভিযোগ রয়েছে, এ সময় নাদিরা সুলতানা জিয়াউরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার কারনে জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটায়। তাকে প্রথমে সচিবালয়ের ক্লিনিকে এবং পরে কর্মচারী হাসপাতালে নেওয়া হলে কিছুটা উন্নতি হয়।

সর্ম্পকিত খবর: প্রাণঘাতী অস্ত্র আর ব্যবহার করবে না পুলিশ, গঠন হবে পুলিশ কমিশন

এ ঘটনার পর যুগ্ম সচিবের ‘খারাপ আচরণের’ খবর ছড়িয়ে পড়লে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বারান্দায় প্রতিবাদ জানিয়ে শুর করেন স্লোগান। আজও তারা এ কর্মসূচি পালন করেছেন।

কর্মচারীদের প্রতিক্রিয়ায় এপিডি ওবায়দুর রহমান তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে নাদিরা সুলতানাকে প্রতিবেদনটিতে স্বাক্ষর করার নির্দেশ দেন। পরে সন্ধ্যায় তিনি স্বাক্ষর করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪