বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ! সম্প্রতি প্রতিষ্ঠানটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুটি ভিন্ন ক্যাটাগরির পদে মোট ৫৫ জনকে নিয়োগের ঘোষণা দিয়েছে বিমান। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগের সুযোগ পাবেন।
অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইন্টেন্যান্স): ৪০টি পদে নিয়োগ
অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইন্টেন্যান্স) পদে মোট ৪০ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের বিজ্ঞান বিভাগে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ সহ চতুর্থ বিষয় ছাড়া সব বিষয়ে এ+ থাকতে হবে, অথবা ‘ও’ এবং ‘এ’ লেভেলে গড়ে ‘এ’ থাকতে হবে। কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমমান সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের ২১ নভেম্বর ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর বয়স হতে হবে।
নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে (বিএটিসি) বি১.১ (এয়ারক্র্যাফট টারবাইন) বা বি২ (অ্যাভিওনিক্স) কোর্স সফলভাবে সম্পন্ন করতে হবে। কোর্স চলাকালে প্রার্থীরা স্টাইপেন্ড পাবেন। কোর্স সফলভাবে শেষ করার পর বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা সহ এয়ারক্র্যাফট মেকানিক পদে নিয়োগ দেওয়া হবে।
এয়ারক্র্যাফট মেকানিক (শপ): ১৫টি পদে নিয়োগ
এয়ারক্র্যাফট মেকানিক (শপ) পদে মোট ১৫ জন নিয়োগ পাবেন। প্রার্থীদের বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৫ থাকতে হবে, অথবা ‘ও’ লেভেলে গড়ে ‘ডি’ থাকতে হবে। এছাড়া অ্যারোস্পেস, অ্যাভিওনিক্স, অ্যারোনটিক্যাল বা এয়ারক্র্যাফট মেইনটেন্যান্সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে হবে। কম্পিউটার বিষয়ে দক্ষতা আবশ্যক। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে সমমান সার্টিফিকেট বাধ্যতামূলক। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের ২১ নভেম্বর ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর বয়স হতে হবে।
নিয়োগপ্রাপ্তদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনক কাজের পর তাদের স্থায়ী নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্ম্পকিত খবর: খালেদা জিয়াকে সেনাকুঞ্জে আনতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত: প্রধান উপদেষ্টা
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য নির্ধারিত লিংকে পাওয়া যাবে। অনলাইনে আবেদন প্রক্রিয়ায় কোনো সমস্যা হলে টেলিটক নম্বর ১২১ এ কল অথবা vas.query@teletalk.com.bd ই-মেইল করতে পারবেন।
প্রত্যেকটি পদের জন্য ৩৩৫ টাকা আবেদন ফি নির্ধারিত হয়েছে। অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে এই ফি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়
আবেদন করার শেষ সময় ১১ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা।