Search
Close this search box.

খালেদা জিয়াকে সেনাকুঞ্জে আনতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত: প্রধান উপদেষ্টা

খালেদা জিয়া সেনাকুঞ্জে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি সংগৃহীত।
খালেদা জিয়া সেনাকুঞ্জে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগদানের সুযোগ পাওয়ায় আনন্দ ও গর্ববোধ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস খালেদা জিয়াকে স্বাগত জানান এবং তার অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, “আজ খালেদা জিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি এক যুগ ধরে এই মহাসম্মিলনীতে অংশ নিতে পারেননি। আজ এই সুযোগ পাওয়ায় আমরা সবাই আনন্দিত ও গর্বিত।”

ড. ইউনূস খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিবসে উপস্থিত থাকার জন্য তাকে ধন্যবাদ জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া। তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিকেল সাড়ে ৩টায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

এদিন, দীর্ঘ ১৬ বছর পর সশরীরে সেনাকুঞ্জের আয়োজনে অংশ নেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি। এরপর ২০১৮ সালে দুর্নীতি মামলায় কারাগারে যাওয়ার পর তাকে আর ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।

সর্ম্পকিত খবর:: নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম

এছাড়া, ২০১০ সালের ১৩ নভেম্বর সেনানিবাসের বাসা ছাড়তে বাধ্য হন খালেদা জিয়া। বিএনপি অভিযোগ করেছিল, তাকে বলপ্রয়োগের মাধ্যমে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। ওই দিন সন্ধ্যায় গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেছিলেন, “রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তাকে প্রেসিডেন্ট জিয়ারের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উৎখাত করা হয়েছে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪