বিশ্বনাথে ব্যবসায়ী সমর বাবুর মাতৃবিয়োগ, বিভিন্ন মহলে শোক

Ayas-ali-Advertise
ব্যবসায়ী সমর বাবুর মাতৃবিয়োগ, বিভিন্ন মহলে শোক
হেমাঙ্গিনী রাণী বৈদ্য।
ব্যবসায়ী সমর বাবুর মাতৃবিয়োগ, বিভিন্ন মহলে শোক
হেমাঙ্গিনী রাণী বৈদ্য।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ পৌরসভার পুরাণ বাজার এলাকার প্রবীন ব্যবসায়ী ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর বাবুর মা হেমাঙ্গিনী রাণী বৈদ্য (১০২) আর নেই। তিনি মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মৌজপুর গ্রামস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি ৬ পুত্র ২ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওই দিন বিকেলেই পারিবারিক শ্মশানে হেমাঙ্গিনী রাণী বৈদ্য’র মরদেহ সমাহিত করা হয়।

ব্যবসায়ী সমরেন্দ্র বৈদ্য সমর বাবুর মা হেমাঙ্গিনী রাণী বৈদ্য’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।

শোক প্রকাশকারীরা হলেন- জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভারপ্রাপ্ত বিজয় কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃপেশ পাল, যুগ্ম সম্পাদক মানিক লাল দে, সদস্য রনজিত ধর রন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপীকা শ্যাম চৌধুরী চয়ন, সাধারণ সম্পাদক রঞ্জন ঘোষ, সদস্য নিশি কান্ত পাল, জ্যোতির্ময় দে মতি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর চন্দ্র দাস শংকু, সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, সহ সভাপতি রুপক কুমার দেব, বর্তমান সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল দেব, সাধারণ সম্পাদক চন্দন দেব প্রমুখ নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪